পশ্চিম ত্রিপুরা জেলা বি.এম.এস.-এর উদ্যোগে একটি সাধারণ সভা (০২/০৪/২০২৪)

4/2/20241 min read

আজ ২-রা এপ্রিল ২০২৪-ইং রোজ মঙ্গলবার সন্ধ্যা ৬:৩০ মিনিটে ভারতীয় মজদুর সংঘ আগরতলা মিলন সংঘস্থিত কার্যালয়ে পশ্চিম ত্রিপুরা জেলা বি.এম.এস.-এর উদ্যোগে একটি সাধারণ সভার আয়োজন করা হয়। বৈঠকে ভারতীয় মজদুর সংঘ ত্রিপুরা প্রদেশের ১৩-তম কার্যকারীনী বৈঠকের বিষয়ে আলোচনা করা হয়। এছাড়াও সাংগঠনিক স্বশক্তিকরন, মেম্বারসীপের বিষয় এবং বিবিধ বিষয়ে আলোচনা হয়।