📢 সুন্দর ও গৌরবময় পেশার সুরক্ষায় আমাদের ঐক্য অপরিহার্য!

সম্মানিত সৌন্দর্যসেবী ও মেকআপ শিল্পীগণ,

আমাদের পেশার সম্মান, নিরাপত্তা ও উন্নয়নের জন্য আমাদের সকলকে একত্রিত হতে হবে। “TRIPURA BEAUTY PARLOUR & MAKEUP ARTIST KARMI SANGH” এই লক্ষ্যেই নিরলসভাবে কাজ করে চলেছে।

আপনারা জানেন, এই পেশার সঙ্গে যুক্ত মানুষদের নানা সমস্যার সম্মুখীন হতে হয়—অধিকার, সুযোগ-সুবিধা, সামাজিক স্বীকৃতি ইত্যাদি নিয়ে আমাদের অনেক লড়াই করতে হয়। এই সকল সমস্যা দূর করতে এবং আমাদের পেশার মর্যাদা প্রতিষ্ঠা করতে আমাদের এক হওয়া জরুরি।

আপনি যদি একজন বিউটিশিয়ান বা মেকআপ আর্টিস্ট হন, তবে আসুন, আমাদের পরিবারের অংশ হন। একসঙ্গে আমরা আমাদের ভবিষ্যৎকে আরও উজ্জ্বল ও সম্মানজনক করে তুলতে পারি।

👉 আজই সদস্য হন!
যোগাযোগ করুন:
ভবানী চৌধুরী
সাধারণ সম্পাদিকা
TRIPURA BEAUTY PARLOUR & MAKEUP ARTIST KARMI SANGH
📱 ৯৩৩০৯৬২৭২৭

“সংগঠিত হলে, আমরা শক্তিশালী হব!”
🚀 আসুন, একসঙ্গে পথ চলি, অগ্রগামী হই!