বি.এম.এস., পশ্চিম ত্রিপুরা জেলার উদ্যোগে “পরিচয় বর্গ” অনুষ্ঠান (০৭/০৪/২০২৪)
4/7/20241 min read


অদ্য ৭-ই এপ্রিল ২০২৪-ইং রোজ রবিবার সন্ধ্যা ৫ ঘটিকায় বি.এম.এস., পশ্চিম ত্রিপুরা জেলার উদ্যোগে যোগেন্দ্রনগর, বিদ্যাসাগর চৌমুনীতে আয়োজিত হয় “পরিচয় বর্গ” অনুষ্ঠান। বক্তব্য রাখছেন বি.এম.এস.-এর পশ্চিম ত্রিপুরা জেলা সভাপতি শ্রী উত্তম সরকার মহাশয়; পশ্চিম ত্রিপুরা জেলা সম্পাদক শ্রী বাবুল ঘোষ মহাশয় এবং ভারতীয় মজদুর সংঘের অন্তর্গত ত্রিপুরা সিনিয়র সিটিজেন এণ্ড পেনশনার্স সংঘ, ত্রিপুরা প্রদেশের সভাপতি তথা বরিষ্ঠ নাগরিক পরি সংঘ এর অখিল ভারতীয় সহ সভাপতি শ্রী রঞ্জিত দে মহোদয়। আজকের এই “পরিচয় বর্গ” অনুষ্ঠানকে সাফল্যমণ্ডিত করে তোলার জন্য ভারতীয় মজদুর সংঘ, পশ্চিম ত্রিপুরা জেলার পক্ষ থেকে প্রতিটি কার্যকর্তাকে আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা ও প্রণাম।
Copyright © 2024 BMS West Tripura District - All Rights Reserved
Website developed by CHANDAN SUTRADHAR (chandan@bms-westtripura.org.in)
