ঠিকাদার / সরকার কর্তৃক নিয়োগ চুক্তিবদ্ধ কৃষি শ্রমিক / কর্মচারীদের জীবিকা সুরক্ষা তথা অধিকার আদায়ের জন্য "কৃষি বিভাগীয় ঠেকা মজদুর সংঘ - ত্রিপুরা প্রদেশ"
1/3/20251 min read


গত ৬-ই ডিসেম্বর, ২০২৪ ইং তারিখে জি. বি. হাসপাতালে এক সাড়া জাগানো বৈঠকের মাধ্যমে “ঠেকা মজদুর সংঘ – ত্রিপুরা প্রদেশ”-এর আত্মপ্রকাশ ঘটে।
“ঠেকা মজদুর সংঘ – ত্রিপুরা প্রদেশ” হল ভারতীয় মজদুর সংঘ স্বীকৃত অখিল ভারতীয় ঠেকা মজদুর মহাসংঘ-এর একটি ইউনিট।
ঠেকা মজদুর সংঘ, ত্রিপুরা প্রদেশ-এর রাজ্য প্রভারী হলেন শ্রী উওম সরকার মহোদয়, যিনি পূর্বে ভারতীয় মজদুর সংঘের পশ্চিম জেলার সভাপতির পদও অলংকৃত করেছেন।
ঠেকা মজদুর সংঘ – ত্রিপুরা প্রদেশ সেইসব শ্রমিক / কর্মচারীদের জন্য কাজ করবে যারা কোন বেসরকারী সংস্থা বা ঠিকেদার কর্তৃক কোন সরকারী / বেসরকারী কর্মে নিযুক্ত অথবা বিভিন্ন সরকারী প্রকল্পে চুক্তিভিত্তিক ভাবে নিয়োজিত।
ইতিমধ্যে, ২৬-শে ডিসেম্বর ২০২৪ ইং, ঠেকা মজদুর সংঘ, ত্রিপুরা প্রদেশ জি. বি. হাসপাতালে কর্মরত সাফাই কর্মীদের ৩ মাসের বেতন বকেয়া হলে পর যে উদ্ভট পরিস্থিতি সৃষ্টি হয় তার নিরশনে জি. বি. হাসপাতাল কর্তৃপক্ষ, ঠিকাদার ও সাফাই কর্মী প্রতিনিধিদের নিয়ে একটি ঐতিহাসিক মৌ সাক্ষর করে যাহাতে জি. বি. হাসপাতালে কর্মরত সাফাই কর্মীরা এখন থেকে নিয়মিত ভাবে প্রতি মাসে তাঁদের বেতন পাবেন এবং ঠিকাদার গোষ্ঠী তাঁদের বকেয়াও মিটিয়ে দিতে সন্মত হয়।
খুব শীঘ্রই “কৃষি বিভাগীয় ঠেকা মজদুর সংঘ – ত্রিপুরা প্রদেশ” -এর আত্মপ্রকাশ ঘটতে চলেছে। “কৃষি বিভাগীয় ঠেকা মজদুর সংঘ” সেইসব শ্রমিক / কর্মচারীদের জন্য কাজ করবে যারা কোন বেসরকারী সংস্থা বা ঠিকেদার কর্তৃক কৃষি ও উদ্দ্যান দপ্তরে নিযুক্ত অথবা কৃষি ও উদ্দ্যান দপ্তরে সরকার কর্তৃক চুক্তিভিত্তিক ভাবে নিয়োজিত। (উদাহরনঃ ATM / BTM / Casual DRW / Orchard Worker / PL / Contractual Staff প্রভৃতি।)
“ঠেকা মজদুর সংঘ – ত্রিপুরা প্রদেশ” কৃষি ও উদ্দ্যান দপ্তরে কর্মরত সমস্ত প্রকারের চুক্তিভিত্তিক ভাবে নিয়োজিত শ্রমিক / কর্মচারীদের জীবিকা তথা অধিকার সুরক্ষার জন্য যাবতীয় আন্দোলন গড়ে তোলার অঙ্গীকার দিচ্ছে।
পরিশেষে, ঠেকা মজদুর সংঘ, ত্রিপুরা প্রদেশ-এর পক্ষ থেকে কৃষি ও উদ্দ্যান দপ্তরে কর্মরত সমস্ত প্রকারের চুক্তিভিত্তিক ভাবে নিয়োজিত শ্রমিক / কর্মচারীদের আহ্বান করা হচ্ছে যে আপনারা নিজেদের জীবিকা তথা অধিকার সুরক্ষিত করুন এবং আজই নিম্নোক্ত ফর্মটি পূরণ করে “কৃষি বিভাগীয় ঠেকা মজদুর সংঘ”-এ যোগদান করুন।
কৃষি বিভাগীয় ঠেকা মজদুর সংঘ - ত্রিপুরা প্রদেশ
নিজের জীবিকা তথা অধিকার সুরক্ষিত করুন, আজই যোগদান করুন......
Copyright © 2024 BMS West Tripura District - All Rights Reserved
Website developed by CHANDAN SUTRADHAR (chandan@bms-westtripura.org.in)
