শীঘ্রই প্রকাশ হতে যাচ্ছে শ্রমিক-কর্মচারী হিতের সাময়িক পত্রিকা (সাপ্তাহিক) “হিতৈষী”। এই সাময়িক পত্রিকা শুধুমাত্র শ্রমিক-কর্মচারীর প্রকৃত সমস্যা এবং তার সমাধান নিয়ে আলোচনা করবে এবং শ্রমিক-কর্মচারীদের একছত্রে একত্র করার চেষ্টা করবে। পত্রিকার ই-সংস্করন ভারতীয় মজদুর সংঘের পশ্চিম ত্রিপুরা জেলার ওয়েবসাইটে সাপ্তাহিক ভাবে প্রকাশিত হবে।
শ্রমিক-কর্মচারী শক্তি এক হউক।