ভারতীয় মজদুর সংঘের পশ্চিম ত্রিপুরা জেলা কমিটির প্রথম কার্যকরী বৈঠক

5/19/20241 min read

আগামী ২১-শে মে, ২০২৪-ইং সকাল দশ ঘটিকায় নাগেরজলাস্থিত হল ঘরে ভারতীয় মজদুর সংঘের পশ্চিম ত্রিপুরা জেলা কমিটির প্রথম কার্যকরী বৈঠক অনুষ্ঠিত হতে যাচ্ছে। উক্ত অনুষ্ঠানে আপেক্ষিকদের তালিকা ইতিমধ্যেই প্রকাশ করা হয়েছে। ভারতীয় মজদুর সংঘের পশ্চিম ত্রিপুরা জেলা কমিটির সভাপতি শ্রী উত্তম সরকার মহোদয় এবং সম্পাদক শ্রী বাবুল ঘোষ মহোদয় উক্ত অনুষ্ঠানটিকে সাফল্যমণ্ডিত করে তোলার জন্য আমন্ত্রিতদের সার্বিক উপস্থিতি কামনা করেছেন।