ভারতীয় মজদুর সংঘের সর্বভারতীয় মহামন্ত্রী শ্রী রবীন্দ্র হিমতে জীকে T.R.K.S.-এর পক্ষ থেকে সংবর্ধনা জ্ঞাপন

8/3/20241 min read

অদ্য ৩-রা আগস্ট ২০২৪ ইং রোজ শনিবার, সকাল সাড়ে আট ঘটিকায়, ত্রিপুরা রাজ্য কর্মচারী সংঘের (T.R.K.S.) উদ্যোগে, ছয় দিনের রাজ্য প্রবাসে আসা ভারতীয় মজদুর সংঘের সর্বভারতীয় মহামন্ত্রী শ্রী রবীন্দ্র হিমতে জী এবং ভারতীয় মজদুর সংঘের সর্বভারতীয় সহ-সংগঠন মন্ত্রী তথা পূর্বোত্তর ভারতের প্রভারি শ্রী গনেশ মিশ্র জীকে গোর্খাবস্তি-স্থিত স্টেট গেষ্ট হাউজের কনফারেন্স হলে সংবর্ধনা জ্ঞাপন করা হয়।

T.R.K.S.-এর পক্ষ থেকে সংবর্ধনা জ্ঞাপন করেন T.R.K.S.-এর রাজ্য সভাপতি শ্রী আশিষ কান্তি ঘোষ মহোদয় এবং সাধারন সম্পাদক শ্রী পার্থ সারথি দে মহোদয়। সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন T.R.K.S.-এর বিভিন্ন জেলা থেকে আগত পদাধিকারী সমেত অন্যান্য সন্মানীয় কার্যকর্তাবৃন্দ।

T.R.K.S. শ্রী আশিষ কান্তি ঘোষের নেতৃত্বে বর্তমান সময়ের বিভিন্ন সাংগঠনিক চ্যালেঞ্জ মোকাবেলায় সক্ষম এবং T.R.K.S.-কে ২০১৮ সালের অবস্থায় নিয়ে যেতে বদ্ধপরিকর।

ভারতীয় মজদুর সংঘের সর্বভারতীয় মহামন্ত্রী শ্রী রবীন্দ্র হিমতে জী উনার বক্তব্যে জানান যে T.R.K.S.-এর বর্তমান সমস্যাগুলির সমাধানে সচেষ্ট হবেন। মাননীয় অখিল ভারতীয় মহামন্ত্রী উপস্থিত T.R.K.S.-এর হলভর্তি কার্যকর্তাদের ধন্যবাদ জ্ঞাপন করেন।