৭৮-তম স্বাধীনতা দিবস উদযাপন

8/15/20241 min read

অদ্য ১৫-ই আগষ্ট, ২০২৪-ইং, রোজ বৃহস্পতিবার সকাল ৮ ঘটিকায় ভারতীয় মজদুর সংঘের পশ্চিম ত্রিপুরা জেলার উদ্যোগে নাগেরজলায় ভারতের জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে ৭৮ তম স্বাধীনতা দিবস উদযাপন করা হয়। জাতীয় পতাকা উত্তোলন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বরিষ্ঠ নাগরিক ও পেনশনার্স সংঘের ত্রিপুরা প্রদেশের সভাপতি তথা অখিল ভারতীয় সহ-সভাপতি শ্রী রণজিত দে মহোদয়; ভারতীয় মজদুর সংঘের পশ্চিম ত্রিপুরা জেলা সভাপতি শ্রী উত্তম সরকার মহোদয় এবং সম্পাদক শ্রী বাবুল ঘোষ মহোদয়; ভারতীয় মজদুর সংঘের পশ্চিম ত্রিপুরা জেলার অন্যান্য পদধিকারী সমেত রাষ্ট্রবাদী কার্য্যকর্তাগণ এবং ত্রিপুরা রাজ্য কর্মচারী সংঘের পদধিকারী ও কার্য্যকর্তাগণ।

অনুষ্ঠানে জাতীয় পতাকা উত্তোলন করেন শ্রী রণজিত দে মহোদয় এবং তৎসঙ্গে ভারতীয় মজদুর সংঘের গৌরিক ধ্বজ উত্তোলন করেন শ্রী উত্তম সরকার মহোদয়। ৭৮ তম স্বাধীনতা দিবস উদযাপনের উপর সংক্ষিপ্ত আলোচনা করেন শ্রী বাবুল ঘোষ মহোদয়। এছাড়াও অনুষ্ঠানে একাঙ্গ ও যৌথ নৃত্য এবং নাটক পরিবেশিত হয়। উক্ত অনুষ্ঠান কে সাফল্যমন্ডিত করার জন্য ভারতীয় মজদুর সংঘের পশ্চিম ত্রিপুরা জেলার পক্ষ থেকে উপস্থিত সকল মজদুর ও কর্মচারী ভাই-বোনদের অভিনন্দন জ্ঞাপন করা হয়।