20 Points Demands to Hon'ble CM
2/29/20241 min read


বিগত ২৩ ও ২৪ ডিসেম্বর, ২০২৩ ইং দুইদিন ব্যাপী আগরতলার রবীন্দ্র শতবার্ষিকী ভবনে ভারতীয় মজদুর সংঘ, ত্রিপুরা প্রদেশ এর ৩য় ত্রিবার্ষিকী রাজ্য সম্মেলন সুসম্পন্ন হয়েছে। সম্মলনে রাজ্যের শ্রমিক, শিক্ষক-কর্মচারী হয়ে BMS এর বিভিন্ন ইউনিয়নের মাধ্যমে বেশ কিছু দাবী উঠে এসেছে। রাজ্যের সার্বিক অবস্থার বিচার বিবেচনা করে রাজ্য, আমাদের রাজ্য ত্রিপুরা কে এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা গড়ার লক্ষ্যকে প্রধান্য দিয়ে সেইসকল দাবীগুলো মধ্যে থেকে যেসকল দাবীগুলো পূরণ বর্তমানে রাজ্যের শ্রমিক, শিক্ষক-কর্মচারীদের জন্য অতি আবশ্যক সেই দাবীগুলোকেই সম্মেলনের মাধ্যমে সর্বসম্মতিক্রমে পাস করা হয়েছে এবং মাননীয় মুখ্যমন্ত্রী মহাশয়ের কাছে তুলে ধরা হচ্ছে এই আশায় যে, মুখ্যমন্ত্রী মহাশয় ও মুখ্যমন্ত্রী মহাশয়ের নেতৃত্বাধীন সরকার রাজ্যের শ্রমিক, শিক্ষক-কর্মচারীহিতে কথা বিবেচনা করে, ২০২৪ এর লোকসভা নির্বাচনের পূর্বে দাবীগুলো পূরণে ইতিবাচক ভূমিকা গ্রহন করবেন।
Copyright © 2024 BMS West Tripura District - All Rights Reserved
Website developed by CHANDAN SUTRADHAR (chandan@bms-westtripura.org.in)
