সমাজ কল্যাণ ও সমাজ শিক্ষা দপ্তরের অধিকর্তার নিকট ডেপুটেশন (২৪-০৪-২০২৪)

4/24/20241 min read

অদ্য ২৪-শে এপ্রিল ২০২৪-ইং, রোজ বুধবার দুপুর এক ঘটিকায় ভারতীয় মজদুর সংঘের পশ্চিম ত্রিপুরা জেলা কমিটির উদ্যোগে সমাজ কল্যাণ ও সমাজ শিক্ষা দপ্তরের অধিকর্তার নিকট এক ডেপুটেশন প্রদান করা হয়। ডেপুটেশনের বিষয়বস্তু ছিল অঙ্গনওয়াড়ী কেন্দ্রগুলির ক্ষেত্রেও ত্রিপুরা সরকারের এবং সরকারী অনুদানপ্রাপ্ত অন্যান্য বিদ্যালয়গুলির মতই তীব্র দাবাদহের হাত থেকে শিশুদের রক্ষা করার জন্য অতিশীঘ্র ছুটির ঘোষণা করা।

প্রতিনিধি দলে ছিলেন বি.এম.এস. পশ্চিম ত্রিপুরা জেলা সভাপতি শ্রী উত্তম সরকার, বি.এম.এস. পশ্চিম ত্রিপুরা জেলা সহ-সভাপতি শ্রী শুভ্র কান্তি চক্রবর্তী, শ্রী চন্দন সূত্রধর, শ্রী সঞ্জীব রায়, শ্রী দীপঙ্কর দত্ত সহ ভারতীয় মজদুর সংঘের অন্যান্য কার্যকর্তারা।